বিষ্ণুপুরে শুরু মিউজিক ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: একসময়ের মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুর সংগীত ঘরনার শহর হিসাবেও পরিচিতি লাভ করেছে অনেকের কাছে, পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন শহরে এই মন্দির নগরী বিষ্ণুপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে এবং সংগীতের শহর হিসাবে আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আয়োজনে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল ২০২৪ এর শুভ সূচনা হয়ে গেল।
এই অনুষ্ঠান চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত, শুরু হয় ২৬ জানুয়ারি। রাজ্য সরকারের উদ্যোগে তিন দিনব্যাপী সংগীত ঘরানার শহর বিষ্ণুপুর সুর মুর্ছনায় মাতোয়ারা হয়ে থাকবে। সংগীত ঘরানার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, পর্যটন দপ্তরের ডাইরেক্টর শশাঙ্ক শেট্টি। পর্যটন দপ্তরের ডাইরেক্টর শশাঙ্ক শেট্টি জানান, বিষ্ণুপুর ঘরানা এবং ক্লাসিক্যাল মিউজিককে প্রোমোট করার জন্য এবং বিষ্ণুপুরের ঐতিহ্যকে তুলে ধরা এবং বেশি পরিমাণে ট্যুরিস্টদের এখানে আনার চেষ্টা, এটাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 10 =