বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকার কাঠের ব্রিজের কাছে মিলল এক যুবকের রক্তাক্ত দেহ।
শুক্রবার সকালে পথচলতি মানুষের চোখে পড়ে ওই যুবকের রক্তাক্ত দেহ। গলার নলি কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকা দেহ দেখেই তারা আতঙ্কে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়।
পুলিশও এসে পৌঁছয়, ওই রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কে বা কারা ওই যুবককে খুন করলো, তা তদন্ত করে দেখছে পুলিশ।

