ঘাগরবুড়ি মন্দিরের পাশে ম্যারেজ হল সাধারণ মানুষকে ব্যবহার করতে দিচ্ছে না পৌর নিগম, অভিযোগ চৈতালি তেওয়ারির

বুবুন মুখোপাধ্যায়, আসানসোল

আবার টুইট বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারির। আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে টুইট করেন তিনি। টুইটে চৈতালি তেওয়ারি বলেন, ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন কর্পোরেশনের উদ্যোগে যে ম্যারেজ হলটি তৈরি করা হয়েছে তা সাধারণ মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, বিগত পৌরসভা নির্বাচনে এই ম্যারেজ হলটি বহিরাগত দুষ্কৃতীদের আশ্রয়স্থল করা হয়েছিল। চৈতালি তেওয়ারি বলেন, পুরভোটের আগের দিন রাত্রে বিজেপি নেতৃত্ব ও সমর্থকরা ওই ম্যারেজ হল ঘিরে ফেলে। যেখানে বহু বহিরাগত দুষ্কৃতীরা ছিল। যারা ভোট লুঠ করতে এসেছিল তার প্রমানও বিজেপি তুলে দিয়েছিল প্রশাসনের হাতে।

চৈতালি তিওয়ারির টুইট অভিযোগ প্রসঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, পৌরসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বিজেপি নেতৃত্ব দিশেহারা হয়ে ভুলভাল মন্তব্য করছেন। ম্যারেজ হল প্রসঙ্গে বিধানবাবু বলেন, আসানসোল পৌর নিগমের অন্তর্গত যে সমস্ত ম্যারেজ হল আছে তার রক্ষণাবেক্ষণ ও চালু করার জন্য খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =