আইপিএল শুরুর আগেই শোনা যাচ্ছে ‘মাহি মার রাহা হ্যায়’

বয়স ৪০ পেরিয়ে গিয়েছে। সংখ্যার বিচারে তিনি নাকি এখন বুড়োদের দলে। তবে চেন্নাই সুপার কিংসের অনুশীলনের দিকে চোখ রাখলে সেই পুরানো মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে। এই বয়সেও বাইশ গজে তান্ডব দেখিয়ে যাচ্ছেন। সিএসকে-এর সেই অনুশীলনের ভিডিও মুহূর্তে ভাইরাল। গত মরসুমে তাঁর নেতৃত্বে ফের একবার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। তবে গত দুই বছর তাঁর ব্যাটে পুরানো ঝলক নেই। তাই এ বার বাইশ গজের যুদ্ধে নামার আগে ব্যাটে শান দিচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে ‘মাহি মার রাহা হ্যায়!’ আকাশে একের পর এক বল উড়িয়ে যাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ১০ সেকেন্ডের এই ভিডিও শুধুই ধোনি ধামাকায় ভরা। দলের সব বোলারদের যেন ব্যাট হাতে খুন করছেন সিএসকে-এর ‘থালা’। কভার, এক্সট্রা কভার, লং অন,লং অফ কিংবা ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ দিয়ে একের পর এক বল বাউন্ডারির বাইরে উড়ে যাচ্ছে।

তবে ম্যাচে কিন্তু বড় রানের মুখ দেখতে পারেননি। ২০২০ সালে ১৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ২০০ রান। সর্বোচ্চ অপরাজিত ৪৭। গত বছর তাঁর ব্যাটিং পারফরম্যান্স আরও খারাপ ছিল। ১৬ ম্যাচে আইপিএল জয়ী অধিনায়ক মাত্র ১১৪ রান করেছিলেন। সর্বোচ্চ অপরাজিত ১৮।

২০২০ সালের হতাশা কাটিয়ে গতবার ফের কাপ জিতেছে চেন্নাই। সেই ধারা বজায় রেখে আগামী ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে ধোনিবাহিনী। ইতিমধ্যেই সুরাতের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে চারবারের আইপিএল জয়ী দল। ধোনি ছাড়াও অম্বাতি রায়াডু, কেএম আসিফ ইতিমধ্যেই নেটে গা ঘামানো শুরু করে দিয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি। এমনকি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী জোরে বোলার রাজবর্ধন হাঙ্গার্গেকরও দলে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =