‘হওয়ায় ভেসে’ রাজনীতি করি না, দাবি সাংসদ অর্জুন সিংয়ের

ব্যারাকপুর : ২০১৯ সালের মতোই ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ব্যারাকপুর কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিট পেলেন না দুর্দিনের সৈনিক অর্জুন সিং। টিকিট না মেলায় তিনি ভীষণ আঘাতও পেয়েছেন। রবিবার সন্ধের পর থেকে সোমবার দুপুর পর্যন্ত জগদ্দলের মজদুর ভবনে তাঁর অফিসে তিনি দফায় দফায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, তিনি মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন। তিনি ‘হওয়ায় ভেসে’ রাজনীতি করেন না। সেইজন্য মানুষের আশীর্বাদ সবসময় তাঁর মাথার ওপর থাকে।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, তৃণমূলে ফিরে আসা কিছুটা ভুল হয়েছিল তাঁর। যদিও দলবদলের জল্পনা এদিন তিনি জিইয়ে রাখলেন। এদিন সাংসদ আরও বলেন, টিকিট পাবার আশায় তিনি ব্রিগেডের সভা মঞ্চে গিয়েছিলেন। কিন্তু মঞ্চে বসে ঠিক ১১-৪৬ মিনিট নাগাদ তিনি জানতে পারেন তাঁকে তৃণমূল থেকে প্রার্থী করা হচ্ছে না। তা-ও তিনি দলের অনুগত সৈনিক হিসেবে মঞ্চেই বসেছিলেন। যাতে কেউ ‘বিদ্রোহী’ না বলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =