আইপিএল ফাইনাল দেখলেন লক্ষাধিক দর্শক, ক্রিকেট ইতিহাসে নাম নরেন্দ্র মোদি স্টেডিয়ামের

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ফাইনাল । আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারণে মুখোমুখি হয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স ও সঞ্জু স্যামসনের  রাজস্থান রয়্যালস। ১ লক্ষ ৩২ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে এদিন ম্যাচ দেখতে এলেন ১ লক্ষ ৪ হাজার ৮৫৯ জন। যা সাদা বলের ক্রিকেটে রেকর্ড সৃষ্টিকারী ইতিহাস। এর আগে সাদা বলের ক্রিকেটে অনুষ্ঠিত কোনও ম্যাচে এত দর্শক আসেননি। মোতেরা লিখে ফেলল অনন্য ইতিহাস।

দেখে নেওয়া যাক সাদা বলের ক্রিকেটে এর আগে সর্বাধিক দর্শক সমাগমের ম্যাচ:

১ লক্ষ দর্শক: ভারত-দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ১৯৯৩-৯৪
১ লক্ষ দর্শক: ভারত- ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, ১৯৯৩-৯৪
১ লক্ষ দর্শক: ভারত-শ্রীলঙ্কা, কলকাতা, বিশ্বকাপ সেমি-ফাইনাল, ১৯৯৫-৯৬
১ লক্ষ দর্শক: ভারত-অস্ট্রেলিয়া, কলকাতা, ২০০৩-০৪
৯০ হাজার দর্শক: ভারত-পাকিস্তান, কলকাতা, ১৯৮৬-৮৭
৯০ হাজার দর্শক: ভারত-দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ১৯৯১-৯২
৮৭ হাজার ৮১২ দর্শক: ইংল্যান্ড বনাম পাকিস্তান (বিশ্বকাপ ফাইনাল) মেলবোর্ন, ১৯৯১-৯২
৮৬ হাজার ১২২ দর্শক: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, মেলবোর্ন, ১৯৮৩-৮৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 20 =