এনআরসি-র নোটিস পেল তুফানগঞ্জের মোমিনা বিবি

তুফানগঞ্জ : এবার এনআরসি-র নোটিস এল কোচ বিহারের তুফানগঞ্জের মোমিনা বিবির কাছে। পরিবার সূত্রে খবর, বছর চল্লিশ আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল অসমের ধুবরি জেলার আগমনীর বাসিন্দা জহির মিঞাঁর। কিন্তু, এত বছর পর যে তাঁর কাছে এনআরসি-র নোটিস আসবে তা ভাবতে পারেননি মোমিনা।

তুফানগঞ্জ-২ ব্লকের বাঁশরাজা প্রথমখন্ড গ্রামের বাসিন্দা মোমিনা বিবি। অসমে এক বছর সংসার করার পর, স্বামীকে সঙ্গে নিয়ে চলে আসেন বাপের বাড়ি বাঁশরাজাতে। ঠিক দু-বছরের মাথায় মোমিনাকে ছেড়ে দেয় স্বামী। তারপর পুনরায় আরও একটি বিয়ে করে বাঁশরাজাতেই সংসার করেন। সেই স্বামীও ছেড়ে চলে যায়। বর্তমানে দুই ছেলে পুত্রবধূদের নিয়ে সংসার তাঁর।

মোমিনা জানিয়েছেন, বছর খানেক ধরে নোটিস আসছে তাঁর কাছে। ইতিমধ্যেই তিনটি নোটিস এসেছে। এরইমধ্যে একদিন আগে তাঁর বাড়িতে আসে পুুলিশের লোক। বলা হয় এবার আদালতে হাজির হতেই হবে। হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে কোচবিহারের আরও এক বাসিন্দার কাছে এসেছে এনআরসি-র নোটিস। আলিপুরদুয়ারেরও আরও এক বাসিন্দা পেয়েছেন এনআরসি-র নোটিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =