নর্থইস্টকে দুরমুশ করে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

এদিন মাঠে বাগান সমর্থকরা একটি টিফো নামিয়েছিলেন তাতে লেখা ছিল ক্ষ্মরিটার্ন অফ দ্যা হাল্কক্ষ্ম। হাল্কের চেহারার ওপর মুখ বসানো জনি কাউকোর। টিফোর কথাটা যে খুব একটা ভুল নয় তা একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলেন এই মিডফিল্ডার। একদিকে জনি কাউকোর অ্যাসিস্টের হ্যাটট্রিক, পাশাপশি মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক। ফিনল্যান্ডের এই মিডফিল্ডার স্কোয়াডে ফেরার পর থেকে মাঝমাঠের চেহারাই বদলে গিয়েছে বাগানের। যে কারণে শনিবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকেই কাউকোকে নামিয়েছিলেন বাগান কোচ হাবাস। তার ফলও মিলল হাতেনাতে। হ্যাটট্রিকের অ্যাসিস্ট করে দলকে জয়ের হ্যাটট্রিক এনে দিলেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে হারাল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদ। চারটে গোলের মধ্যে তিনটেতেই অ্যাসিস্ট রয়েছে কাউকোর। ৩-৫-২ ছকে এদিন দল সাজিয়েছিলেন বাগান কোচ। দীপেন্দু, হেক্টরের সঙ্গে এদিন ডিফেন্সে ছিলেন শুভাশিস। একটু ওপর থেকে শুরু করেছিলেন অভিষেক সূর্যবংশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + four =