গত চার মাস ধরে জারি রয়েছে হামাস বনাম ইজরায়েল যুদ্ধ। এই সংঘাতে গাজায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার প্যালেস্তিনীয়। এবার যুদ্ধ আবহেই সরে দাঁড়ালেন শতায়েহ।সোমবার তিনি তাঁর ইস্তফাপত্র তুলে দিয়েছেন প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের হাতে।যদিও এখনও পর্যন্ত তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি রাষ্ট্রপতি। শতায়েহকে কেয়ারটেকার হিসাবে দায়িত্বপালন করার কথা বলা হয়েছে। যতদিন না পর্যন্ত স্থায়ীভাবে কাউকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হচ্ছে ততদিন পর্যন্ত যেন তিনি তাঁর কাজ অব্যাহত রাখেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের আগে ওয়েস্টব্যাঙ্ক ও গাজা ভূখণ্ড ছিল মামুদ আব্বাসের ‘প্যালেস্তিনীয় কর্তৃপক্ষে’র হাতে। কিন্তু পরবর্তী সময়ে হামাসের দখলে চলে যায় গাজা। এবার হামাস বনাম ইজরায়েল যুদ্ধের আঁচ ছড়িয়ে ওয়েস্টব্যাঙ্কেও। কয়েকমাস আগে এখানেও ইজরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি ঘটেছিল। সম্প্রতি যুদ্ধ আবহে শান্তি ফেরানো নিয়ে আমেরিকার তরফে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল আব্বাসকে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব কার্যকর করার জন্য প্রেসিডেন্ট আব্বাসের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছিল মার্কিন প্রশাসন। মনে করা হচ্ছে, এই কারণেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শতায়েহ।