বুধবার তামিলনাড়ুর তুতিকোরিনে ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
এদিন ভিও চিদাম্বরানার বন্দর থেকে মোট ৩৬টি প্রকল্পের উদ্বোধন করেন এদিন মোদি। জলপথ ও বন্দর মন্ত্রক, সড়ক ও পরিবহণ মন্ত্রক এবং রেলওয়ে মন্ত্রকের তরফে যৌথভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তামিলনাড়ুজুড়ে পরিবহণ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এবং জলপথ ব্যবস্থার উন্নতিকল্পে এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাষণে এই প্রকল্পগুলো উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়নের যোগসূত্র রয়েছে বলে উল্লেখ করেন মোদি। এই ধরনের উদ্যোগে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর লক্ষ্যমাত্রা পূরণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তাও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই প্রকল্পগুলো উন্নত ভারতের রোডম্যাপ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’