২০৪৭ সালের মধ্যে দেশকে বিশ্বের এক নম্বর দেশ করার লক্ষ্য নিয়েছেন মোদি: অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে দেশকে বিশ্বের এক নম্বর করার লক্ষ্য নির্ধারণ করেছেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার বিহারের আরা জেলার জগদীশপুরের দুলাউরা ময়দানে বাবু বীর কুয়ার সিং বিজয়োৎসব উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানিয়ে বলেন, ‘বাবু বীর কুয়ার সিং ছিলেন দেশপ্রেম, বীরত্ব এবং সামাজিক সম্প্রীতির অনন্য প্রতীক।’

তিনি ঘোষণা করেন ভারত সরকার বীর কুয়ার সিংয়ের নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করবে। তিনি আরও বলেন, ‘ইতিহাস বাবু কুয়ার সিংয়ের প্রতি অবিচার করেছে। তাঁর সাহসিকতা অনুযায়ী তাঁকে স্থান দেওয়া হয়নি।’

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার দুপুর সাড়ে ১২টায় একটি বিশেষ বিমানে পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে এখানে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল-সহ একাধিক ক্যাবিনেট মন্ত্রীরা।

শাহ বিজয়োৎসব উপলক্ষ্যে বীর কুনওয়ারের পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য ব্রহ্মানন্দকেও সম্মানিত করেন। তিনি বলেন, বাবু বীর কুয়ার সিং বিজয়োৎসবে একযোগে ৭৮ হাজার তেরঙ্গা উত্তোলন করে নতুন রেকর্ড তৈরি করেছে।

অমিত শাহ বলেন, ‘বাবু কুয়ার সিংয়ের একটি হাত গুলিবিদ্ধ হয়েছিল। সে নিজে থেকেই তার অন্য হাত কেটে ফেলেন। এমন সাহস কুয়ার সিং ছাড়া আর কারো নেই। বীর কুয়ার সিংই একমাত্র যিনি ৮০ বছর বয়সী হয়েও আরা-সাসারাম থেকে বালিয়া হয়ে অযোধ্যা পর্যন্ত বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন। চারদিন রক্তক্ষরণ হলেও সেই সাহসী মানুষটি মারা যাননি। জগদীশপুরে স্বাধীনতার পতাকা উত্তোলনের পর তিনি শহিদ হন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =