দক্ষিণ দিনাজপুরে গুলি করে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই দুষ্কৃতীদের

দক্ষিণ দিনাজপুর : রাতের আঁধারে ব্যবসায়ীকে লক্ষ্য করে শুটআউট দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে আপাতত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী।

আক্রান্ত ব্যবসায়ীর নাম মনোজিৎ সরকার। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। ব্যবসায়িক সূত্রে প্রায় রোজ মালদার গাজোলে যাতায়াত রয়েছে তাঁর। কাঁচা সবজির ব্যবসা করেন তিনি। প্রতিদিনের মতো সোমবারও এসেছিলেন গাজোলে। দিনভর বেচাকেনার পর সমস্ত পাওনা আদায় করে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন।

ছোট চারচাকার গাড়ি নিজেই চালাচ্ছিলেন। হরিরামপুর থানা এলাকার মেহেদিপাড়া থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি। সময় তখন রাত প্রায় ৯টা। দুটি বাইক চড়ে চারজন দুষ্কৃতী তাঁকে অনুসরণ করছিল। কর্তিপাড়া মোড়ের কাছে আসতেই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে মনোজিৎ মণ্ডলকে লক্ষ্য করে। একটি গুলি চোয়াল ছুঁয়ে বেরিয়ে গেলেও গলায়, কাঁধে, পিঠে গুলি লাগে। গাড়ির ভিতরে তিনি লুটিয়ে পড়েন। এরপরই দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় বলে জানা যাচ্ছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা সংকটজনক বলে জানা যাচ্ছে। অস্ত্রোপচার করা হবে বলে সূত্রের খবর। কে বা কারা এমন ঘটনা ঘটাল, তার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =