কালীগঞ্জে নাবালিকার মৃত্যু, ধৃত বেড়ে চার

নদিয়া : নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে সোমবার মৃত্যু হয়েছে দশবছরের এক নাবালিকার। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়, “কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার সকাল সকাল কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ নামে চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + six =