জঙ্গিরা জানে এই রাজ্যে কেউ গায়ে হাত দেবে না: দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: যত টেররিস্ট লোক এই রাজ্যে ঘুরে বেড়ায় বলে শনিবার শহর বর্ধমানের লাকুডির জলকল মাঠে প্রাতর্ভ্রমণ সেরে লাকুডি মোড়ে চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিঘায় ধৃত দুই জঙ্গি প্রসঙ্গে দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, ‘ধৃত জঙ্গিরা গা ঢাকা এই রাজ্যে দেয়, ওরা জানে এই রাজ্যে কেউ গায়ে হাত দেবে না। শাহজাহান দু’ মাস ধরে ঘুরছিল পুলিশ জানত না কোথায় আছে! মমতা ব¨্যােপাধ্যায় কি জানতেন না শাহজাহান কোথায় আছে! যত টেররিস্ট লোক এই রাজ্যে ঘুরে বেড়ায়।’ জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা ব¨্যােপাধ্যায় বলেছেন ইলেকশনের পরে ঘর দেবেন, উনি সব দেবেন বলেন, কিন্তু কাজে কিছুই করেন না। জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, লোকসভা শেষে যে বিপর্যয় হবে তাতে তৃণমূল দলটাই উঠে যাবে।’
এদিন দিলীপ ঘোষকে কাছে পেয়ে একজন সাধারণ নাগরিককে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নালিশ করতেও শোনা যায়। দিলীপ ঘোষের পাশে বসে একজনকে বলতে শোনা যায়, পশ্চিমবাংলায় চোর, চিটিংবাজ, গুন্ডাতে ভরে গিয়েছে। তাঁর প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, ‘যদি ভয় না থাকে, আটকাবার কেউ যদি না থাকে, তা হলে তো বাড়বেই। শাসনে যারা বসে আছে তারাই যদি চুরি করে তা হলে ছিচকে চোরেরা তো চুরি করবেই।’
এদিন তিনি চায়ে পে চর্চায় যোগ দিয়ে বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে মা কমলাকান্ত কালীমন্দিরে পুজো দিলেন। কমলাকান্ত কালীমন্দিরে পৌঁছনো মাত্রই দলীয় কর্মীরা তাঁকে অভিযোগ জানান, এই এলাকায় তৃণমূল কাউন্সিলের দলীয় ফ্ল্যাগ খুলে নেওয়ার হুমকির কথা, ফ্ল্যাগ খুলে নেওয়ার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব হুমকি টুমকি দিচ্ছে যত ওরা হারার দিকে যাবে তত ওরা হুমকি দেবে, ফ্ল্যাগ খুলে বিজেপিকে হারাতে পেরেছে কোনও দিন, পারবে না অভ্যাসটা পালটে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =