মোহালিতে মাইলস্টোনের সামনে অশ্বিন, রয়েছে কপিল দেবকে ছাপিয়ে যাওয়ার সুযোগ

মোহালি: আগামী ৪ঠা মার্চ ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হতে চলেছে মোহালির আই এস বিন্দ্রা আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিরতির পর দলে ফিরেছেন  তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের বাসিন্দা শেষবার দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের ক্রিকেট খেলেন। এরপরেই অজানা চোটে অশ্বিন দল থেকে ছিটকে যান।

মোহালিতে অশ্বিনের সামনে অনন্য মাইলস্টোন স্পর্শ করার হাতছানি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিন আর ৫ উইকেট পেলেই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়ে যাবেন। অশ্বিন এখনও পর্যন্ত ৮৪ ম্যাচে ৪৩০টি উইকেট নিয়েছেন। অশ্বিনের ঠিক আগেই রয়েছেন কিংবদন্তি কপিল দেব। তাঁর ঝুলিতে আছে ৪৩৪টি উইকেট। অশ্বিন আর পাঁচ উইকেট পেলেই চলে আসবেন ঠিক অনিল কুম্বলের পরের আসনে। কিংবদন্তি প্রাক্তন স্পিনারের ঝুলিতে আছে ৬১৯টি টেস্ট উইকেট।

ভারতের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রহকারীর তালিকা:
অনিল কুম্বলে-৬১৯
কপিল দেব-৪৩৪
আর অশ্বিন-৪৩০*
হরভজন সিং-৪১৭
ইশান্ত শর্মা-৩১১

চোট সারিয়ে দলে ফিরে মোহালির নেটে ঘাম ঝড়াচ্ছেন অশ্বিন। চুটিয়ে সারছেন প্রস্তুতি। এখন প্রশ্ন অশ্বিন কি আদৌ ম্যাচ ফিট? প্রথম টেস্টের তিন দিন আগে প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন জসপ্রীত বুমরা। দলের ভাইস ক্যাপ্টেন দিয়েছিলেন অশ্বিনের সাম্প্রতিক আপডেট। বুমরা সাংবাদিকদের বলেন, “অশ্বিনকে নিয়ে কোনও অভিযোগ নেই। ওকে দেখে ভাল লাগছে। এদিন ট্রেনিংয়ে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং করেছে। আশা করি ওকে নিয়ে কোনও ইস্যু হবে না।” অশ্বিন তাঁর ৪৩০টি টেস্ট উইকেটের মধ্যে ঘরের মাঠেই পেয়েছেন ৩০০ উইকেট। ৫৪ ম্যাচে দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিনের খেলা যে শুধু সময়ের অপেক্ষা, তা এখনই বলা যায়। অশ্বিন যে ম্যাচ ফিট হয়ে গিয়েছেন, তা একপ্রকার বুঝিয়েই দিলেন বুমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =