মেদিনীপুর: ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের মধ্যেই মেদিনীপুরের এক যুবককে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অস্ত্রসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ নুর আমিন নামে ওই যুবককে। ধৃত যুবক পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকাল ১১.৩০ নাগাদ ওই যুবক ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি কালো গাড়ি নিয়ে হাজরা রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে আটক হন। তিনি মুখ্যমন্ত্রী বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেট দিয়ে বলপূর্বক ওই যুবক ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। যুবকের গাড়িতে তল্লাশি চালিয়ে ভোজালি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, যুবক কেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিল তা জানতে কালীঘাট থানায় তাকে জেরা করা হচ্ছে। যুবকের কাছে কিছু পরিচয়পত্র ও নথি পাওয়া গিয়েছে।
ধৃত যুবকের শ্বশুরবাড়ি মেদিনীপুর শহরের আলিগঞ্জ কসাইপাড়া এলাকায়। ধৃতের স্ত্রী পুনম বিবি জানান, মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কলকাতায় একুশে জুলাইয়ের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন নুর। তাঁর দাবি, মানসিকভাবে নুর অসুস্থ ছিলেন। নুরের গাড়ি থেকে যে বন্দুক উদ্ধার হয়েছে তা আসলে একটা লাইটার বলেও দাবি করেন নুর আমিনের স্ত্রী। ধৃত নুর কেন ভুয়ো পরিচয়পত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে গিয়েছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।