রবিবার সকালে মেট্রো বিভ্রাট, দমদম থেকে সেন্ট্রাল ১ ঘণ্টা বন্ধ মেট্রো পরিষেবা

রবিবার সকালের দিকে কিছুক্ষণের জন্য ব্যাহত হল মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রের খবর, সকালে ১০.৪২ মিনিটে শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার লাইনে অস্বাভাবিক শব্দ শুনতে পান মোটরম্যান। এদিন দমদমগামী একটি মেট্রো রেকের চালক শোভাবাজার এবং শ্যামবাজারের মাঝখানে থাকা অবস্থায় আচমকায় অস্বাভাবিক একটি শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে মাঝপথে তিনি চলন্ত মেট্রোটিকে দাঁড় করিয়ে দেন। খবর দেওয়া হয় মেট্রো রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের। ওই শব্দ কোথা থেকে আসছে তা খুঁজে বের করতে ওই অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। কি কারণে শব্দ হচ্ছে তা জানতে পরীক্ষা শুরু করেন মেট্রোর ইঞ্জিনিয়াররাও। তারপরই মেট্রোটিকে ধীরে নিকটবর্তী মেট্রো স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানেই নামিয়ে দেওয়া হয় মেট্রোয় থাকা যাত্রীদের।ফলে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় মেট্রো পরিষেবা। এই ঘটনার প্রভাব পড়ে বাকি স্টেশনেও।
সূ্ত্রে খবর, রবিবার শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার পথে ট্রেনের এক মোটরম্যান একটি অস্বাভাবিক শব্দ পান। বিপদ এড়াতেই ওই অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে, ততক্ষণাৎ কাজে শুরু করেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। ওই সময় কবি সুভাষ থেকে সেন্ট্রাল স্টেশন ও দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত চলাচল করছিল। মেট্রো চলাচল স্বাভাবিক না হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিভিন্ন স্টেশনে বেশকিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মেট্রো। যদিও দ্রুত পরিষেবা স্বাভাবিক করা আশ্বাস দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।এরপর বেলা ১২টার দিকে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =