বৃষ্টির দিন আপাতত শেষ, এবার গরমের পালা। এ বার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। গত কয়েক দিন ধরে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। এমনকি, দিনের বেশ কিছুটা সময়েও পাখা না চালিয়েই দিব্যি কাটিয়ে দেওয়া যাচ্ছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রাও ৩১.১ ডিগ্রির বেশি ওঠেনি। তা-ও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েক দিনে সকালের দিকের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে তিন ডিগ্রির কাছাকাছি। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে।