২২ ডিসেম্বর মেডিক্যাল কলেজে ভোট, বিজ্ঞপ্তি জারি

প্রশাসনিক অনুমতির অপেক্ষায় না থেকে ছাত্র সংসদের নির্বাচনের ডাক দিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার সেই নির্বাচনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলও জারি করেন তারা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্র সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন চার বিশিষ্ট ব্যক্তি। এই নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হচ্ছেন সুজাত ভদ্র। তাঁর কাছে জমা পড়বে মনোনয়নপত্র। আর এই সমগ্র নির্বাচন পরিচালনা করবেন আরও তিন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা হলেন ড. বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায় ও অম্বিকেশ মহাপাত্র। স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন প্রক্রিয়ায় ভার্চুয়াল ও ভিডিওগ্রাফির ওপরেও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। ভোট দিতে পারবেন ২০১৯ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের পড়ুয়ারা। মনোনয়ন জমা করা হবে ইমেলের মাধ্যমে। ২০ থেকে ২১ তারিখ সকাল ১০ পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। চূডান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বুধবার।

প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঘেরাও করা হয়েছিল অধ‌্যক্ষ-সহ একাধিক বিভাগের বিভাগীয় প্রধানদের। মঙ্গলবার কলকাতা মেডিক‌্যাল কলেজের চিকিৎসা পরিষেবায় বিঘ্নিত হয়। তা আরও সমস্যা বাড়ে মেডিক‌্যাল কলেজের সেন্ট্রাল ল‌্যাবরেটরি বন্ধ থাকায়। কারণ, এখানেই সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের আগে রক্ত পরীক্ষা হয়। আর তা বন্ধ থাকায় ফাঁপড়ে পড়েন একাধিক রোগীর পরিবার। জটিল অপারেশন না করিয়েই ফিরে যেতে হয় অনেককে। আন্দোলনরত ছাত্ররা জানিয়েছেন, কোনওভাবে রোগী পরিষেবা বন্ধ করা আন্দোলনের উদ্দেশ‌্য ছিল না। এদিকে টানা ১২ দিন অনশন করেন ছয় ছাত্র। তারপরেও প্রশাসনের তরফে কোনও সদুত্তর মেলেনি। অবশেষে সোমবার সাধারণ সভা ডেকে ছাত্ররা ঠিক করে, শহরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নিজেরাই ভোট করাবেন। সেই মতো মঙ্গলবার এসওপিও জারি করে দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =