প্রতিভা থাকা সত্ত্বেও উপেক্ষিত থেকে যেতে হয় অনেককে। সেই দলেই পড়েন রাহুল ত্রিপাঠী। টি টোয়েন্টি ফরম্যাটের নজরকাড়া ব্যাটসম্যান হয়েও জাতীয় দল থেকে বঞ্চিত। অক্টোবর- নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হবে পরবর্তী টি-২০ বিশ্বকাপ। অজি মহারথী ম্যাথিউ হেডেন বলছেন যে, ভারত ২০ ওভারের বিশ্বযুদ্ধে নামুক রাহুল ত্রিপাঠীকে দলে নিয়েই।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে হেডেন ভূয়সী প্রশংসা করেছেন রাঁচির ৩১ বছরের ব্যাটারের। হেডেন বলেন, রাহুলের হার্ড হিটিং ক্রিকেট আমার দারুণ লাগে। যে ভাবে ও দায়িত্ব নিয়ে কাজটা করতে বল স্ট্রাইক করে সেটা আমার অসাধারণ লাগে। ওর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার যাবতীয় সম্ভাবনা রয়েছে। ত্রিপাঠী ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। উইকেটের দুই প্রান্তেই খেলতে পারে। বিশেষত ওর শর্ট-পিচ ডেলিভারিতে খেলা আমাকে মোহিত করেছে। টি-২০ বিশ্বকাপে ভারত ওকে নিয়ে অস্ট্রেলিয়ায় আসুক।
কারণ ও বাউন্সি পিচেও দারুণ শট নিতে পারে। জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। রবিবার টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে দুরন্ত পারফর্ম করার সুনাম পেয়েছেন উমরান মালিক ও অর্শদীপ সিংরা । তবে জায়গা পাননি রাহুল। বিগত ১২ বছর ঘরোয়া ক্রিকেট খেলা রাহুল এখনও দেশের জার্সিতে মাঠে নামেননি। ৩১ বছরের রাঁচির ব্যাটার আইপিএলে মরশুমের পর মরশুম ধারাবাহিক ভাবেই ভাল খেলছেন। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রাহুল ১৩ ম্যাচে করেছেন ৩৯৩ রান। তাঁর স্ট্রাইক রেট ১৬১.৭৩। রয়েছে তিনটি অর্ধ-শতরান।