ক্যানিং : ভয়াবহ আগুন লাগল শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনের ওপর অবস্থিত একটি কাপড়ের দোকানে। রবিবার সকালের এই অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-ক্যানিং শাখার ট্রেন চলাচল। রবিবার সকাল ১০টা নাগাদ আচমকা স্টেশনে আগুন দেখতে পান হকার ও নিত্যযাত্রীরা। স্টেশনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে জলের কোনও উৎস না থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।
বারুইপুর, ক্যানিং থেকে বাড়তি দমকলের ইঞ্জিন ডাকা হয়। এই ঘটনার জেরে শিয়ালদহ-ক্যানিং শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। রবিবার সকাল ১০ নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের দোকানে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে বিধ্বংসী আকার নেয়।
ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ১০টা নাগাদ ঘুটিয়ারি শরিফ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে তা আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে।