নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বাজার বনধের ডাক দিয়েছিলেন টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পুরানি বাজারের ব্যবসায়ীরা। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতী রাহুল মাহাতো ও তার দলবল সোমবার রাতে তাণ্ডব চালিয়ে বাজারের নয়-দশটি সিসিটিভি ক্যামেরা ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে। মঙ্গলবার সকালে সেই দৃশ্য নজরে আসলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পুরানী বাজারের ব্যবসায়ীরা। ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা বাজার বনধের ডাক দেন। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ। ব্যবসায়ী অজয় সাউ ও নন্দু পান্ডে জানান, তোলা না দেওয়ায় দু’বছর আগে স্থানীয় দুষ্কতী রাহুল মাহাতো ও তার দলবল বাজারের কয়েকজন ব্যবসায়ীকে ছুরির আঘাত করেছিল। সেই ঘটনায় রাহুল গ্রেপ্তারও হয়েছিল। নিজেদের নিরাপত্তার জন্য টাকা জোগাড় করে বাজারে ২৪ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তারা জানান, দেড় বছর জেলে থাকার পর সম্প্রতি রাহুল জেল থেকে ছাড়া পেয়েছে। ফের বড়সড় ঘটনা ঘটাবার জন্য আগে থেকেই পরিকল্পনা মাফিক রাহুল ও তার দলবল সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে ঘটনাকে ঘিরে উত্তেজনা থাকায় পুরানী বাজারে খড়দা থানার পুলিশ মোতায়ন করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর সনু সাউ বলেন, ‘বাজারের ব্যবসায়ীরা কষ্ট করে টাকা জোগাড় করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। কিন্তু কিছু অশুভ শক্তি রাতে তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে। তবে ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’ কাউন্সিলর আশ্বস্ত করেন, প্রশাসনের কাছে তারা দাবি রাখবেন, রাতে যাতে বাজারে পুলিশি পাহারার ব্যবস্থা করা যায়।