নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: বিহারে দু’জনকে খুনের অভিযোগে লুকিয়ে রেহাই মিলল না অভিযুক্তর, মোবাইলের সূত্র ধরে পানাগড় থেকে গ্রেপ্তার ব্যক্তি।
দু’টি খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পানাগড়ের রেলপাড়ে নতুন পাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ২টো নাগাদ মহকুমা আদালতে পেশ করল বিহারের ভাগলপুরের নগাছিয়া থানার পুলিশ ও কাঁকসা থানার পুলিশ। নগাছিয়া থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তির নাম অজিত যাদব। তাঁর বাড়ি বিহারের ভাগলপুরে।
পুলিশ সূত্রে খবর, গত ২০১৬ সালে এক ব্যক্তি ও চলতি বছরের মার্চ মাসের ৮ তারিখ এক ব্যক্তিকে কয়েকজন মিলে খুন করেন বলে অভিযোগ। সেই খুনের অভিযোগে অন্যদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলেও, তদন্তে নেমে পুলিশ দু’টি খুনের ঘটনায় জড়িত অজিত যাদবের দীর্ঘ দিন ধরে খোঁজ চালাচ্ছিল। অবশেষে মোবাইলের সূত্র ধরে নগাছিয়া থানার পুলিশ ওই ব্যক্তির পানাগড়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকার কথা জানতে পারে। এরপরই বিহার পুলিশ কাঁকসা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে তাঁকে রেলপাড় এলাকার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিম্যান্ডে ভাগলপুর নিয়ে যাবে বলে জানা গিয়েছে।