রচনার সমর্থনে হুগলির সভা থেকে মা-বোনেদের সম্মান রক্ষার্থে বার্তা মমতার

বনস্পতি দে, হুগলি

হুগলির বলাগড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার বিকালে জনসভা করেন। তিনি জানান, বলাগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ আছে। তাই সামাল দিতে বলাগড়কে বেছে নিলেন জনসভা করার জন্য। বুধবার সব নেতাকেই দেখা গেল এই জনসভায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন যে ফতোয়া দিয়েছে যার কোনও যুক্তি নেই। কিন্তু আমি বাড়ি ফেরার পথে রবীন্দ্রজয়ন্তী পালন করব।’ তিনি বলেন, ‘লকেট সবার গলায় আছে এটা ভালোভাবেই বলছি। লকেট কে হারাতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাকে বেশিরভাগ সময় জনগণের পাশে দেখা যায়নি। আমি সাধারণ মানুষের জন্য অনেক উন্নয়ন করেছি। আরামবাগ, বিষ্ণুপুর রেললাইন করে দিয়েছি,  রাজ্য সড়ক লেন বাড়িয়ে দিয়েছি। সিঙ্গুরে জমিতে এবার ফসল ফলবে। অনেক উন্নয়ন করেছি তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি করেছি,  বলাগড়ে অনেক কিছু তৈরি হয়, নারকেল থেকে রস বার করে চিনি তৈরি হয়। সবুজ দ্বীপ প্রকল্প করেছি, জল প্রকল্প করেছি, সাধারণ মানুষের সুবিধার জন্য স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার-সহ অনেক উন্নয়ন করেছি। বিজেপি একটা চোর। সন্দেশখালি নিয়ে খুব বড় বড় কথা বলছিল। এবার নিজেরা দেখুক। ১০০ দিনের টাকা দেয় না। ওদের আবার বড় বড় কথা। সেই টাকা আমরা দিয়েছি, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আগামী ডিসেম্বর মাস থেকে সাধারণ মানুষকে আমরা সেই টাকা মিটিয়ে দেবো। রেশনে বিনা পয়সায় চাল, গম দিচ্ছি। ওরা বলছে ওরা দিচ্ছে। একদম মিথ্যা কথা।’

এর পাশাপাশি এদিনও এনআরসি নিয়েও মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘কোনোমতে এনআরসি করতে দেবো না। আপনারা নিশ্চিন্ত থাকবেন। আপনাদের পাশে আছি, ওরা ভয় পেয়েছে ভীষণ। ওরা অনেক গালাগালি করবে। ওরা ২৫ হাজার চাকরি খেয়েছে। আমি খুব চিন্তায় ছিলাম। গতকাল খবরটা পাওয়ার পর মনটা খুব ভালো লাগলো। ওরা একটা চাকরি দেয়নি, আবার বড় বড় কথা।’ সন্দেশখালি নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। আমরা যতক্ষণ আছি, সর্বশক্তি দিয়ে মা-বোনেদের রক্ষা করবো বলেও জানান তিনি।

 ‘দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি’

লোকসভা নির্বাচনের প্রচার সভা থেকেই এবার দলের উদ্দেশে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা। কিছুদিন আগেই মিতালী বাগের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল দুÜৃñতীদের বিরুদ্ধে। সেই ঘটনার কথা টেনে মমতা বিজেপিকে বিঁধে মমতা বলেন, ‘বিজেপির হার্মাদদের এটাই কাজ। আমি তাই বলছি, শান্তি চান? নাকি রক্তারক্তি চান?’ এরপর বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা টেনে মমতা এটাও বলে দিলেন, ‘আমাদের কেউ বদমায়েশি করলে, যদি মানুষের উপর অত্যাচার করে, আমি ডেকে তাদের দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =