কলকাতা : নিট-এর মাধ্যমে দেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির ব্যবস্থা বদলানোর দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে তিনি বর্তমান বন্দোবস্ত বাতিল করার আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন।
স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ অনিয়ম এবং দুর্নীতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই আবহে মোদীকে মমতার এই চিঠির বিশেষ গুরুত্ব আছে বলে অনেকে মনে করছেন।
২০১৭ সালে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে মেডিক্যাল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চলত। পাশাপাশি কেন্দ্রীয় ভাবেও মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা হত। সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর আর্জি, ওই পুরনো ব্যবস্থা পুনরায় ফেরানো হোক।
চিঠিতে মমতা লেখেন, “এক চিকিৎসকের লেখাপড়া এবং ইন্টার্নশিপের জন্য রাজ্য সরকার গড়ে ৫০ লক্ষ টাকা খরচ করে। তাই জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে মেডিক্যালের পড়ুয়াদের বেছে নেওয়ার অধিকার রাজ্যের হাতেই থাকা উচিত।”