বারাণসীতে গঙ্গার ঘাটে ‘জয় শ্রীরাম’-এর পালটা মমতার ‘জয় হিন্দ’

বিধানসভা নির্বাচনের আবহে উত্তরপ্রদেশের বারাণসীতে (Varanasi) গিয়ে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। গঙ্গার ঘাটে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ঘিরে কালো পতাকা দেখালেন বিজেপি কর্মীরা। তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগানও তোলা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বারাণসীতে। পাল্টা মুখ্যমন্ত্রীও স্লোগান তোলেন। ‘জয় হিন্দ’ স্লোগান দিতে শোনা যায় তাঁকে। পাশাপাশিই, ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তুলতে শুরু করেন অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা) (SP) র কর্মী-সমর্থকেরাও। সেই সময় বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা বলেন, ‘এইভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।’

এই ঘটনার প্রেক্ষিতে সপা-র প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেন, ‘বিজেপি-র অবস্থা খারাপ। কারণ, দিদি আর ভাই এক সঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়ছে। বাংলায় লজ্জাজনক হারের ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি বিজেপি। তাই, বারাণসীতে কালো পতাকা দেখাচ্ছে ওঁরা। কারণ, ওঁরা জানে, উত্তরপ্রদেশেও একই অবস্থা হতে চলেছে ওঁদের। এটা ওঁদের হতাশারই বহিঃপ্রকাশ।’ প্রসঙ্গত, লখনউ-সফরেই ৩ মার্চ মোদির লোকসভা কেন্দ্রে প্রচারের কথা ঘোষণা করেছিলেন মমতা। সেই মতো পুরভোটের ফলাফল ঘোষণার পরই বারাণসীর উদ্দেশ্যে উড়ে আসেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =