“বিদেশীদের স্বীকৃতি প্রসঙ্গে এক্তিয়ার-বিহীন মন্তব্য মমতার”, তোপ তথাগতের

কলকাতা : বিদেশীদের স্বীকৃতি প্রসঙ্গে এক্তিয়ার-বিহীন মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর এবং ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে যুক্ত করে এই বার্তা দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

“বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেবো” বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন মমতা। এর প্রেক্ষিতে এক্স বার্তায় তথাগতবাবু লিখেছেন, “বাংলাদেশীরা আমাদের দরজায় কড়া নাড়লে আমরা তাদের আশ্রয় দেব, বলেছেন মমতা। আমাদের সংবিধানের ৭ম তফসিলের অধীনে বিদেশীদের স্বীকৃতি দেওয়া তাঁর এক্তিয়ারের মধ্যে নেই। অনুগ্রহ করে বিএসএফের নজরদারি কঠোর করুন, কিন্তু হিন্দু ও বৌদ্ধদের প্রবেশে বাধা দেবেন না।”

অপর এক্স বার্তায় তথাগতবাবু লিখেছেন, “২০২৬ সালের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বাঙালি ও হিন্দিভাষী হিন্দু যে বিপদের সম্মুখীন সে বিষয়ে তাদের অবহিত করা দরকার। শুধু ভোটে জেতার জন্য নয়, বেঁচে থাকার জন্য। বাংলাদেশের অস্থিরতা এই বিপদকে আরও বাড়িয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =