নয়াদিল্লি : প্রধানমন্ত্রী মোদীর বিকল্প হিসেবে আবির্ভূত হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর দিয়ে বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সংসদে অচলাবস্থার জন্য বিজেপি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি ও কংগ্রেস চায় না সংসদ চলুক। আমরা চাই সদনের কাজকর্ম চলুক এবং পশ্চিমবঙ্গে অনেক বিষয় রয়েছে।
কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে অর্থ দিচ্ছে না। আবাস যোজনা, মনরেগার টাকা দিচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীর বিকল্প হিসেবে আবির্ভূত হবেন।”