সোমবার দলের সাংসদদের নিয়ে বিশেষ ভার্চুয়াল বৈঠক মমতার

কলকাতা : সোমবার দলের সব সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই জানা যাচ্ছে দলীয় সূত্র মারফত।

শোনা যাচ্ছে, রাজ্যসভা ও লোকসভা, উভয় কক্ষের সাংসদদেরই সোমবার বিকেলের বৈঠকে ডেকেছেন দলনেত্রী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হবে। জানা যাচ্ছে, সংসদে তৃণমূল সাংসদদের কী করণীয়, কী কী ইস্যুতে সরব হবেন তাঁরা, তা নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংসদে দলের রণকৌশল কী হবে, তা তিনিই স্থির করে দেন। এবার সেইসঙ্গে ইন্ডি জোটের অন্যতম শরিক হিসেবে তৃণমূল অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কীভাবে কক্ষ সমন্বয় করবে, কীভাবে যৌথ প্রতিবাদে শামিল হবে, কোন ইস্যুতে জোর দেবে, এসব নিয়ে সাংসদদের কাছে স্পষ্ট বার্তা দিতেই মমতার এই বৈঠক বলে মনে করা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + ten =