অসুস্থতা কাটিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ফের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন। এদিন তিনি প্রচার করবেন কৃষ্ণনগর কেন্দ্রে। এর পরে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর লাগাতার প্রচার কর্মসূচি রয়েছে কৃষ্ণনগরের সভা ছাড়াও পরের পাঁচ দিনে তাঁর আটটি সভা রয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। ৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতে জনসভা করার কথা তাঁর।
প্রথম পর্যায়ে ইদের আগে উত্তরবঙ্গে চারটি জনসভা করবেন তিনি। ৪ তারিখ কোচবিহার, ৫ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা করতে পারেন তিনি। ইদের আগেই কলকাতায় ফিরতে পারেন বলে জানা গিয়েছে। সম্প্রতি মহুয়া মৈত্রর কলকাতার বাড়ি-সহ পার্টি অফিসেও তল্লাশি চালায় ইডি। এর আগে টাকার বদলে সংসদে প্রশ্ন মামলায় নামমাত্র তদন্ত করে তাঁর সাংসদ পদ বাতিলের সুপারিশ করে এথিক্স কমিটি। সেই মতো মহুয়া আর সাংসদ নন। কিন্তু প্রথম থেকেই তৃণমূল নেত্রী মহুয়ার পাশে দাঁড়িয়েছেন। ফের কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী করে সেই বার্তা আরও স্পষ্ট করেছেন মমতা। দু’দিন আগেই ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে সাহস যোগান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার লোকসভার প্রচার মহুয়ার সমর্থনে সভা থেকেই শুরু করতে চলেছেন তিনি। এরপর ৪ এপ্রিল থেকে দফাভিত্তিক প্রচার শুরু হবে তাঁর। প্রথমেই যাবেন উত্তরবঙ্গে। ৩ এপ্রিল কলকাতা থেকেই রওনা হবেন তিনি। ৪ থেকে ৬ এপ্রিল, তিন দিনে উত্তরবঙ্গে মোট ৬টি সভা করবেন তিনি। ৪ এপ্রিল কোচবিহার এবং জলপাইগুড়ি, ৫ এপ্রিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এবং ৬ এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জে সভা রয়েছে তাঁর। এরপর ৭ এপ্রিল বাঁকুড়া ও ৮ এপ্রিল পুরুলিয়াতেও সভা রয়েছে তাঁর।