পূর্ব বর্ধমান : দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, তৃণমূল মানেই দুর্নীতি। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি সাতবারের এমপি। মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতাম, এক পয়সা নিই না, সেগুলো কেউ মনে রাখে না। চিফ সেক্রেটারি বসে আছে, তার সামনেই বলছি।
মুখ্যমন্ত্রী বলেন, “সার্কিট হাউসে থাকলেও নিজের বিল মেটাই। সরকার থেকে নিই না। আমি গান লিখি, বই লিখি, তার থেকে আমার চলে যায়। আমি একা মানুষ, খাই তো একবেলা, আমার আর কীসের দরকার?
প্রধানমন্ত্রীর ক্রমাগত সফর নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘ইলেকশন এলেই আপনি রোজ পরিযায়ী শ্রমিকের মতো আসছেন। আমি চাই আপনি রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি—সবই তো পাচ্ছেন ফ্রিতে! আমি তো সরকার থেকে এক পয়সাও নিই না।”

