মুর্শিদাবাদে নিহতদের পরিবারে ১০ লক্ষের ক্ষতিপূরণ, ঘর-দোকান গড়ার আশ্বাস মমতার

কলকাতা : মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির জেরে যে তিন জনের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, ইনডোর স্টেডিয়ামের ইমামদের নিয়ে আয়োজিত সভায় তিনি জানান, যাঁদের বাড়ি ভেঙেছে, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও সেসব গড়ে দেবে সরকার। যাদের বাড়ি ভেঙেছে তাদের বাংলার বাড়ি, যাদের দোকান ভেঙেছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।’

অশান্তির ঘটনায় অনেকের বাড়িঘর নষ্ট হয়েছে। তাঁদের জন্যও ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবে সরকার।’’ শুধু বাড়িঘর নয়, দোকানপাটও ভাঙচুর হয়েছে। তাঁদেরও সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন মমতা। তিনি জানান, দোকানপাট কার কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখবেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী প্রথমে ওয়াকফ নিয়ে বলেন, ‘যে আইনগুলো করেছে প্রয়োজনে, সেগুলো আবার বাতিল করা হবে, শুধু শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।’ তিনি বলেন, ‘বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন, প্রয়োজনে মোদী, রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি তো আপনাদের পক্ষে। সবর্ধমের পক্ষে।’ দরকার হলে সব সম্প্রদায়কে নিয়ে আন্দোলন করুন, কথা দিচ্ছি তৃণমূলের সাংসদরাও থাকবে। ইন্ডিয়া টিমের প্রতিনিধিদেরও আবেদন করব।’

পাশাপাশি এদিন ফের শান্তি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমাদের উপর ভরসা রাখুন। যতদিন থাকব হিন্দু-মুসলিম বিভাজন করতে দেব না।’ এদিনের কর্মসূচি থেকে বিরোধীদের একহাত নেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =