কোচবিহারের পাল্টা আলিপুরদুয়ারের সভা থেকে মোদিকে বিঁধলেন মমতা

কোচবিহারের সভা থেকে বৃহস্পতিবার তৃণমূলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনেছিলেন সন্দেশখালির প্রসঙ্গও। শুক্রবার আলিপুরদুয়ারের সভা থেকে মোদিকে পাল্টা বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্দেশখালির ‘নারী নির্যাতন’ নিয়ে বৃহস্পতিবার ভোটের প্রচারে সরব হয়েছিলেন মোদি। শুক্রবার তার পাল্টা মমতা বলেন, ‘সন্দেশখালিতে কেউ মারা যায়নি। তা-ও আমরা ওখানে সবটা দেখে দিয়েছি। কিন্তু যখন হাথরস জ্বলছিল, কোথায় ছিলেন নরেন্দ্র মোদি?’ তৃণমূলনেত্রী আরও বলেন, ‘আমরা যদি আরাবুলকে গ্রেপ্তার করতে পারি, শাহজাহানকে ধরতে পারি, তা হলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো?’ তৃণমূলের প্রথম সারির নেতাদের বক্তব্য, নাম না করলেও উত্তরবঙ্গে দাঁড়িয়ে ‘হোম মিনিস্টার’ বলতে মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেই বোঝাতে চেয়েছেন।

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম নিয়েও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মোদি। আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে শুক্রবারের সভায় মমতা বলেন, ‘তোমরা হিসেব দাও উত্তরপ্রদেশ, গুজরাত, মুম্বইয়ে কত দুর্নীতি হয়েছে। চ্যালেঞ্জ করছি! বাংলায় যে ক’টা কেস হয়েছিল আমরা ব্যবস্থা নিয়েছি। ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করো।’

আবাস যোজনায় কেন্দ্রের ‘বঞ্চনা’র কথা উল্লেখ করে মমতা বলেছেন, ‘যদি ওরা বাড়ির টাকা দিত, তা হলে ঝড়ে এত মানুষের ঘর ভাঙত না।’ তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেননি। চা-বাগানের দশ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন। ঝড়ে যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের নাম আবাসের তালিকায় ছিল। বাড়ি পেলে আজ ওদের এই দুর্দশা হত না।’

 

মোদির নাগরিকত্বের গ্যারান্টির

 পাল্টা চ্যালেঞ্জ মমতার

‘আমি থাকতে, আমাদের সরকার থাকতে সিএএ, এনআরসি করতে দেব না’, সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টির জবাবে চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানালেন, ‘সিএএ যদি মাছের মাথা হয় তবে এর লেজ হল এনআরসি।’ গোটা বিষয়টাকে বিজেপির চক্রান্ত বলে উল্লেখ করে মানুষকে সতর্ক হওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিএএ লাগু হওয়ার পর গতকাল, বৃহস্পতিবার প্রথম বাংলায় এসে মোদি সাফ জানান, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে তৃণমূল, বাম ও কংগ্রেসের মতো দলগুলি মানুষকে ভয় দেখাচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, ‘সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি।’  কোচবিহারের জনসভা থেকে মোদির সেই মন্তব্যের জবাব শুক্রবার তুফানগঞ্জ থেকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সতর্ক করে তাঁর বার্তা, ‘ওরা সিএএ চালু করেছে আপনাদের বিদেশি বানাবে বলে। বিষয়টি যদি এতই ভালো হয়, তবে বিজেপির প্রার্থীরা কেন সিএএ-তে আবেদন করছে না?’ নিজেই এর উত্তর দিয়ে মমতা বলেন, ‘কারণ সিএএ হল মাছের মাথা। এর লেজটা এনআরসি। আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। পাশের রাজ্য অসম দেখেছেন, কত লোক মারা গিয়েছে দাঙ্গায়? ওখানকার মতোই ডিটেনশন ক্যাম্পে আপনাকে রেখে বলা হবে, বাংলাদেশ থেকে আপনার বাবা-মায়ের সার্টিফিকেট নিয়ে আসুন। পারবেন তো আনতে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =