নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু নিয়ে করা মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, বিমান দুর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অজিত পওয়ারের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন, অন্য সব সংস্থা পুরোপুরি আপসকামিতায় জড়িয়ে পড়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু নিয়ে বক্তব্য পেশ করে বিতর্কে জড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এই প্রসঙ্গে গিরিরাজ বৃহস্পতিবার বলেন, “অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে গোটা দেশ শোকাহত। শরদ পওয়ার নিজেই বলেছেন, এটি একটি দুর্ঘটনা এবং এটি নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটি নিয়ে নোংরা রাজনীতি করছেন।”

