সাকেত গোখলের গ্রেপ্তারির নিন্দায় সরব মমতা

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেপ্তার হওয়ার ঘটনায় ধিক্কার জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘এ সবই আসলে ‘প্রতিহিংসামূলক’ পদক্ষেপ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করেছিলেন বলেই গ্রেপ্তার করা হয়েছে সাকেতকে।’

গত ১ ডিসেম্বর মোরবি সেতু ভাঙা নিয়ে একটি টুইট করেছিলেন সাকেত। সূত্রের খবর, সেই টুইটের জন্যই সাকেতকে গ্রেপ্তার করেছে গুজরাত পুলিশ। অন্যদিকে, মোরবি ব্রিজের মেরামতির দায়িত্ব ছিল নির্মাণ সংস্থা ওরেভা গ্রুপের উপর। মেরামতির পর তাঁদের সবুজ সঙ্কেত পেয়েই সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল সেতুটি। সাকেত তাঁর গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার বলেন, ‘এর থেকেই বোঝা যাচ্ছে শাসকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি।’

এই বিষয়ে নিজের প্রসঙ্গও টেনে এনেছেন মমতা। জানিয়েছেন, এর আগে তাঁর বিরুদ্ধেও টুইট হয়েছে। তাঁর কথায়, ‘আমার বিরুদ্ধে তো কত টুইট হয়। সাইবার অপরাধের বিষয়টি অবশ্যই দেখা উচিত। যেখানে দেশের বিপদ হতে পারে, ব্যক্তিগত আক্রমণ হয়, এমন টুইট করা উচিত নয়। কিন্তু মোরবি সেতু ভেঙে পড়ে গিয়েছে, এটা তো বড় কাণ্ড। এই নিয়েই টুইট করেছিলেন। আমরা এর জন্য দুঃখিত। এই প্রতিহিংসামূলক পদক্ষেপকে ধিক্কার জানাই।’

মঙ্গলবার অজমের শরিফে প্রার্থনা করেন মমতা। তার পরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকেতের গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, ‘খুব খারাপ এবং দুঃখের খবর। সাকেত খুবই ঝকঝকে এক জন মানুষ। সমাজমাধ্যমে তিনি খুবই জনপ্রিয়। তিনি কোনও ভুল করেনি।’ তিনি এ-ও জানান যে, গোখলে অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে মাঝরাতে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =