কলকাতা : দলে তিনিই শেষ কথা । তিনিই সর্বেসর্বা। দলের বিধায়কদের কাছে ফের একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দলের সদস্যরাই তাঁর পরিবার, তাঁরাই উত্তরাধিকারী৷ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেছেন, দল তিনিই দেখে নেবেন। নির্দেশ দিয়েছেন, দলে সকলকে নিয়েই চলতে হবে। দলীয় বিষয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না। বিধায়কদের উদ্দেশে মমতা বলেছেন, এক বার ভুল করলে ক্ষমা করা যায়।
কিন্তু বার বার ভুল করলে ক্ষমা করা যায় না।ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, গত দু’মাসের মধ্যে দলের একাধিক বিধায়কের মন্তব্য এবং আচরণ নিয়ে বিস্তর অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। তাঁদের উদ্দেশেই ঘুরিয়ে এই বার্তা দিতে চেয়েছেন মমতা।