বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : মঙ্গলবার দুপুরে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করলেন তিনি।

২০২৬ সালের ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে৷ এসআইআর-এর আবহে তৈরি হয়েছে বিতর্ক। ২০১১ সাল থেকে অর্থাৎ গত ১৫ বছরে নানা সরকারি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দফতরের কাজ কতটা এগিয়েছে রাজ্যে, তাতে রাজ্যবাসী কতটা উপকৃত হয়েছেন, সেই তথ্য-পরিসংখ্যান জানালেন মুখ্যমন্ত্রী।

এর পোশাকি নাম দেওয়া হয়েছে ‘উন্নয়নের পাঁচালি’। হিসেব নিকেশ অনুযায়ী, গত ১৫ বছরের নিরিখে রাজ্যের জিডিপি বৃদ্ধি হয়েছে ৪.৪১ গুণ, কর আদায় ৫ গুণ হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে অসংখ্য ছোট ছোট কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প হয়েছে, যা পরিসংখ্যানের নিরিখে অত্যন্ত ভালো বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, ”বাংলা এখন সারা দেশের মডেল।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ছ’টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। ‘‘বাংলার মানুষ সরকারকে কাজ করার সুযোগ দিয়েছে। ১৪ বছর ৬ মাস ধরে কাজ করেছি। এটা আমাদের দায়িত্ব আমরা কি কাজ করেছি, সেটা মানুষের সামনে তুলে ধরার’’।

মুখ্যমন্ত্রী বলেন, “এর জন্যে একটা বিশেষ গান অবধি তৈরি করেছি। আগে মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =