কলকাতা : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনিযুক্ত রাজ্য সহ-সভাপতি তাপস রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি| তাপস বাবু বলেন, চলতি বছরের আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত।
হিন্দুস্থান সমাচারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে “দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী” বলে অভিহিত করেন| তিনি বলেন, আমি তাঁর মন্ত্রিসভার একজন সদস্য ছিলাম এবং দলের প্রায় প্রথম দিক থেকে তাঁর সঙ্গেই কাজ করেছি। আমি খুব ভালো করেই জানি, তিনি কীভাবে নাটক, মিথ্যা এবং ঘৃণার রাজনীতি করেন।
তাপস রায় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুধর্ম এবং হিন্দুদের ঘৃণা করেন, যে কারণে তিনি সংখ্যালঘু সম্মেলনে যোগ দিয়ে হিন্দুধর্মকে অপমান করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এখন হিন্দুদের আকর্ষণ করার জন্য হিন্দুত্বের কথা বলতে শুরু করেছেন, কিন্তু সত্যি হলো হিন্দু ধর্মের সঙ্গে তাঁর কখনও কোনও সম্পর্ক ছিল না। ধর্ম সম্পর্কে তাঁর জ্ঞান নেই, ইতিহাস সম্পর্কে তিনি জানেন না। তাপস রায় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ধর্মের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করেন।
তাপস রায় সরাসরি তৃণমূল কংগ্রেসে পরিবারতন্ত্রের অভিযোগ করেছেন| তিনি বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারে ক্ষমতায় আসা পর্যন্ত যেসব নেতারা আন্তরিকভাবে অবদান রেখেছিলেন, তাঁদের পাশে সরিয়ে রেখে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরসূরি করা হয়েছে। তিনি বলেন, এটি স্পষ্ট যে, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল নিজের এবং তাঁর পরিবারের কথাই চিন্তা করেন। তৃণমূল কংগ্রেসের পুরনো নেতারা কীভাবে এই অপমান সহ্য করছেন তা আমার বোধগম্য হচ্ছে না। তাপস রায় এও দাবি করেছেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বিরক্ত| ২০২৬ সালে পরিবর্তন নিশ্চিত। তাপস রায় বলেন, এবার মানুষ যেকোনও মূল্যে পরিবর্তন চায় এবং মমতা-সরকারকে উৎখাত করার জন্য মনস্থির করেছে।
তাপস রায় বিজেপিতে নতুন দায়িত্ব পাওয়ার জন্য দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি নতুন ও পুরোনো বিজেপি কর্মীদের মধ্যে ভেদাভেদ সংক্রান্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদের দল “সবকা সাথ, সবকা বিকাশ” নীতি অনুসরণ করে।
পরিবার যত বড় হয়, মতবিরোধও দেখা যায়| কিন্তু এর অর্থ এই নয় যে, পরিবার ঐক্যবদ্ধ নয়। তাপস রায় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বিজেপি ঐক্যবদ্ধ হয়ে পূর্ণ শক্তি নিয়ে জনগণের কাছে যাবে| মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতা থেকে বিজেপি অপসারিত করবে বলেও জানান তিনি।

