কলকাতা : সোমবার আকাশে নেই কালো মেঘের অশনি সঙ্কেত। তা সত্বেও রয়েছে অদূর ভবিষ্যতে বৃষ্টির ভ্রুকুটি
দুর্গোৎসবের সময় তাই বাড়ি থেকেই আপৎকালীন পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার থেকে শুরু করে প্রতিদিন তিনি নিয়মিতভাবে মুখ্যসচিব ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নবান্নে উপস্থিত না-থাকলেও বাড়ি থেকে রাজ্যের পরিস্থিতি মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী।
গত সপ্তাহে নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল কলকাতায়। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, পুজোর মধ্যেও নতুন করে নিম্নচাপ দানা বাঁধতে পারে। নবমীর দিন গঠিত নিম্নচাপের কারণে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে।

