প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন মমতা বন্দ্যোপাধায়ের

কলকাতা : বাংলা সঙ্গীতজগতে নক্ষত্রপতন। শনিবার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বাংলা সঙ্গীতদুনিয়ায়। শিল্পীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সোশ্যাল মিডিয়ায় মুখমন্ত্রী জানিয়েছেন, আধুনিক বাংলা গানের খ্যাতনামা শিল্পী, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকাহত। কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে আমি তাঁর সঙ্গে দেখা করে এসেছিলাম। প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি।

যতদিন বাংলা গান থাকবে, ‘আমি বাংলায় গান গাই’ বাঙালির মুখে মুখে ফিরবে। আমি গর্বিত, এমন গুণী মানুষকে আমাদের সরকার তাঁর যোগ্য সম্মাননা জানাতে পেরেছিল। রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ থেকে শুরু করে ‘সঙ্গীত সম্মান’, ‘সঙ্গীত মহাসম্মান’, ‘নজরুল স্মৃতি পুরস্কার’ সবই তিনি পেয়েছেন। আমি প্রতুলদার পরিবার, বন্ধুবান্ধব ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − twelve =