ইদের নামাজেও বিজেপিকে আক্রমণ মমতার

কলকাতা  : কোভিড পরিস্থিতিতে দু’বছর পর আজ রেড রোডে ইদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওই সভায় যোগ দেন। মুখ্যমন্ত্রী সমাবেশে উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানান।কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে নাম না করে তীব্র আক্রমন শানিয়ে তিনি বলেন,দেশে ভেদাভেদের রাজনীতি চলছে।

কিন্তু এরাজ্যে তার স্থান নেই। এখানে সব ধর্মের উৎসবে সকলে অংশগ্রহণ করে। রাজ্য সরকার সকলকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী। এরাজ্যের মতো ধর্মীয় ঐক্য দেশের আর কোথাও নেই। তাই অনেকেই বাংলাকে হিংসা করে। ভেদাভেদ তৈরির চেষ্টা করে। কিন্তু এরাজ্যের মানুষ এই ধরনের চেষ্টার কাছে মাথা নোয়াবে না।ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে রেড রোডের মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে উর্দু শায়রিও শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =