নববর্ষে এভাবে মেকআপ করলে গরমেও হবে না নষ্ট

নববর্ষ মানেই নতুন বছরের শুরু। বৈশাখকে স্বাগত জানানোর সময়। আবার বৈশাখ মানেই গরম। কলকাতার আশপাশের বাসিন্দাদের তো গলদঘর্ম হওয়ার জোগাড়।

আবহাওয়া যেমন হোক, বর্ষবরণে তো ফাঁকা রাখলে চলবে না। কব্জি ডুবিয়ে খেতেও হবে, বাঙালি পোশাকে সাজতেও হবে। কিন্তু গরমে ঘেমে গেলে, সব মেকআপ নষ্ট হয়ে যাবে, ভাবছেন তো? তেমনটা যাতে না হয় রইল টিপস

বরফ ও সানস্ক্রিন-গরমের দিন সাজ শুরুর ১৫ মিনিট আগে মুখে বরফের টুকরো ঘষে নিন। তারপর দিনের বেলা বের হতে হলে মেক আপ শুরু করুন সানস্ক্রিন দিয়ে। ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বাছতে হবে। শুষ্ক ত্বক হলে ময়শ্চারাইজার বেস, তৈলাক্ত ত্বক হলে জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন লাগানোর পর মিনিট দশেক ত্বকে বসতে দিন। তারপর পরের ধাপ।

প্রাইমার-ত্বকের ছিদ্র ঢাকতে প্রথমেই ব্যবহার করুন মেক আপ প্রাইমার।ঘরে রং করার আগে যেমন প্রাইমার হয়। এটাও তেমনি। মুখের বলিরেখা, ছিদ্র এতে ঢেকে যায়। এটা ঘাম হওয়াও কিছুটা কমায়। এরপর মেকআপ সুন্দর লাগে ত্বকে।

পাওডার- ঘাম যাদের বেশি হয় প্রাইমারের পর ব্রাশে করে লুস পাওডার লাগান। কিছুক্ষণ সেট হতে দিন ত্বকে।

কনসিলার, ফাউন্ডেশন-এরপর কনসিলার দিয়ে চোখের তলার কালি, মুখে কোনও কালো ছোপ থাকলে ঢেকে দিন। তারপর মেকআপ করুন। যাদের খুব ঘাম হয় তারা প্যানস্টিক ব্যবহার করুন। এতে মেকআপ ঘামে গলে বিশ্রি লাগবে না। প্যানস্টিক ব্যবহারের পর স্মুস ব্যবহার করতে পারেন।তারপর আবার পাওডার লাগিয়ে নিন।

ওয়াটার প্রুফ আইলাইনার, মাস্কারা, কাজল-ঘামে যাতে মেকআপ নষ্ট না হয় তাই ওয়াটার প্রুফ কাজল, মাস্কারা, লাইনার ব্যবহার করুন। প্রচণ্ড গরমে দিনের বেলা হওয়ার থাকলে আইশ্যাডো বাদ দিতে পারেন বা হাল্কা করে ব্যবহার করতে পারেন। ব্লাশার দিলেও সেটা হাল্কাভাবেই দিন।

লিপস্টিক-লিপস্টিক ছাড়া সাজ অসম্পূর্ণ। আবার সেটা ঘামে ঠোঁটের চারপাশে লেগে গেলে হবে হাস্যকর। মেকআপ শুরুর সময়ই ঠোঁটে বাম লাগিয়ে নিন। বেশকিছুক্ষণ বাম লাগানো থাকলে ঠোঁটে আদ্রতা ফিরে আসবে। এরপর লিপস্টিক লাগানোর আগে টিস্যু দিয়ে বামটা মুছে লিকুইড লিপস্টিক ব্যবহার করুন। এই লিপস্টিক সহজে ঘাঁটে না।

মেকআপ ফিক্সিং-স্প্রে-মেক আপ সম্পূর্ণ হওয়ার পর তা যাতে ত্বকে দীর্ঘক্ষণ ভালভাবে থাকে সে জন্য সেটিং স্প্রে অবশ্যই ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 5 =