নকশাল-মুক্ত ভারত অভিযানে বড় সাফল্য, নারায়ণপুরে নিহত ৩০ মাওবাদী

রায়পুর : নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও বড়সড় সাফল্য মিলল ছত্তিশগড়ে। বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন মাওবাদীর। ৫০ ঘন্টারও বেশি সময় ধরে এনকাউন্টার চলছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র নকশাল ক্যাডার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার নারায়ণপুর জেলার অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা অবুঝমাঢ় মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। অবুঝমাঢ়ে এক মাওবাদী কমান্ডার আশ্রয় নিয়েছিল। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরেই রাজ্যের যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। শুধু নারায়ণপুর নয়, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁওতেও একই সঙ্গে অভিযান চালানো হয়।

সফল এই অভিযান প্রসঙ্গে ছত্তিশগড় বিধানসভার অধ্যক্ষ ডঃ রমন সিং বলেছেন, “এই বৃহৎ অভিযানের সাফল্যের জন্য আমি ছত্তিশগড় পুলিশকে অভিনন্দন জানাই। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বিজয় শর্মা জিকেও অভিনন্দন জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =