নদিয়া : নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিস নিয়ে এবার ফুঁসে উঠলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বেআইনিভাবে নোটিস জারি করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘ভোটের আগে বিজেপির নতুন ফন্দি।’
নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিস পেয়েছেন পুজোর পরপর। মহুয়া বলেন, ‘অসম সরকার বেআইনিভাবে নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠিয়েছে। অসম সরকারের এটা করার কোনও অধিকার নেই। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির ফন্দি বিজেপির।’
বৃহস্পতিবার নবান্ন থেকে তা নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন। এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।”

