সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, প্রশ্ন ফাঁস রুখতে কড়া পর্ষদ 

কলকাতা : সোমবার, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষায় ২,৬৮৩টি কেন্দ্রে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী বসছে। এর মধ্যে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। প্রশ্নপত্র ফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। টয়লেটেও চলবে আলাদা করে নজরদারি।

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ২টো নাগাদ।

১০ ফেব্রুয়ারি— প্রথম ভাষা।

১১ ফেব্রুয়ারি— দ্বিতীয় ভাষা।

১৫ ফেব্রুয়ারি— অঙ্ক।

১৭ ফেব্রুয়ারি— ইতিহাস।

১৮ ফেব্রুয়ারি— ভূগোল।

১৯ ফেব্রুয়ারি— জীবনবিজ্ঞান।

২০ ফেব্রুয়ারি— ভৌতবিজ্ঞান।

২২ ফেব্রুয়ারি— ঐচ্ছিক বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =