ছিচকে চোরের মতো পতাকা খুলে, দেওয়াল মুছে কী ভোট হয়! যারা লড়তে পারে না, তারা এসব করে: দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: বর্ধমানের কার্জনগেটে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা নিয়ে শুক্রবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এসব ছিচকে চোরের মতো কোথাও পতাকা খুলে ফেলছে, কোথাও দেওয়াল মুছে দিচ্ছে, এসব করে কী ভোট হয়, যারা লড়তে পারে না তারা এধরনের কাজ করে ও বেশি দিন চলবে না আমরা দেখছি, পুলিশ কী করছে দেখি, বাকিটা আমরা করব।’
বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূলের জলছত্র মঞ্চে তাঁর বক্তব্য নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওদের দম তো জানা হয়ে গিয়েছে না, দিলীপ ঘোষের দম আছে তাই ওদের ডেরায় গিয়ে ভাষণ দিয়ে আসতে পারে মাইকে, আসুক আমাদের পার্টিতে নিয়ে নেব।’ আজ, শুক্রবার প্রথম দফা ভোটে রাজ্যের বিভিন্ন জায়গা অশান্তি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, ‘দেখুন এগুলো পুরানো অভ্যাস ভাই, কোথাও বোমা পাওয়া যাচ্ছে, কোথাও বন্দুক পাওয়া যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এবারে ভোট পশ্চিমবাংলায় শান্তিপ্রিয় হবে। দেখুন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। টিএমসির অভ্যাস মারপিট করা ঝগড়া করা, ভয় দেখানো এবার মানুষ বুঝে গিয়েছে।’
শুক্রবার সকালে প্রথমে বর্ধমান শহরের খোসবাগান এলাকায় মেডিক্যাল কলেজ ময়দানে যান প্রাতর্ভ্রমনে, সেখান থেকে চা চক্রে যোগ দেন শ্যামসায়র পূর্ব পার এলাকায়। তারপর তিনি ঈশানেশ্বর মন্দির দর্শনে যান। সেখানে দলীয় কর্মীরা তাঁর জন্মদিন পালন করেন কেক কেটে। এরপর তিনি ঈশানেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢেলে ডমরু বাজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 10 =