২০২০ সালের ২৬ জানুয়ারি দিনটা বাস্কেটবল খেলোয়াড়দের কাছে কালো দিন হয়ে থেকে যাবে। কারণ, এই দিনই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। না, কেউ স্বপ্নেও ভাবতে পারেননি যে এইভাবে অকালে চলে যাবে তাঁর প্রাণ। মাত্র ৪১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি।
পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন কোবে ব্রায়ান্টের একটি জার্সি এবার উঠতে চলেছে নিলামে। জানা গিয়েছে, ওই জার্সিটি পরিধান করে নাকি দুই মরশুম খেলেছিলেন তিনি। আর সেই সঙ্গে খেলেছিলেন প্লে-অফও। তবে জার্সিটি অনেক আগে, ১৯৯৬-৯৭ সালের দিকে ব্যবহার করেছিলেন কোবে। আগামী ১৮ মে থেকে অনলাইনে শুরু হচ্ছে তার নিলাম। নিলামকারী সংস্থা তরফ থেকে জানানো হয়েছে যে, কিংবদন্তি ব্রায়ান্টের এই জার্সিটি ৩ তেকে ৫ মিলিয়ন ডলার দামে বিক্রি হতে পারেন।
তবে কোবের নিলামে উঠতে চলা এই জার্সিটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির কাছে রয়েছে। তিনি তাঁর নাম প্রকাশে অনিচ্ছুক, আর গত ২৫ বছর ধরে জার্সিটি আগলে রেখেছেন। নিলামের শেষ দিন হল ৪ জুন।