কোয়ার্টারের এক ঘরে দুই সন্তান ঘুমিয়ে। ছিলেন স্বামীও। বৃহস্পতিবার সাত সকালে কোয়ার্টারের একটি ঘর থেকেই উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ ডোভার পার্কে। মৃতার নাম রেশমি বর্মা। তিনি ছিলেন দুই সন্তানের মা। তিনি কি আত্মহত্যা করেছেন? প্রাথমিকভাবে তেমনটাই সন্দেহ করছে পুলিশ।
কিন্তু তাই যদি হবে, তবে কেন? মাত্র ৩২ বছরে দুই সন্তানকে রেখে এমন সিদ্ধান্ত কেন নিলেন তিনি পুলিশ সেই উত্তর খুঁজছে। বধূর স্বামী ব্যাঙ্কের আধিকারিক। এই মৃত্যুর নেপথ্যে স্বামীর কোনও ভূমিকা আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। বালিগঞ্জ ডোভার পার্কের অভিজাত এলাকায় কোয়ার্টারে ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর দেহ উদ্ধারে দানা বেঁধেছে রহস্য।
পরিবারের দাবি, বুধবার রাতে খাওয়াদাওয়ার পর ঘুমোতে যান। সন্তানদের ঘুম পাড়ান। এর পর বৃহস্পতিবার সকালে দেখা যায় ওই ঘরে নেই বধূ। পাশের ঘরে গিয়ে চোখ কপালে ওঠে সকলের। দেখা যায় সিলিং ফ্যান থেকে ঝুলছেন বধূ। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়তো বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর পাশের ঘরে গিয়ে আত্মহত্যা করেন বধূ। ঘটনার সময় স্বামী বাড়িতে ছিলেন। তাহলে কী দাম্পত্যে কলহে নিজেকে শেষ করে দিলেন? নাকি বধূর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই আশা তদন্তকারীদের।