খড়দায় তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র

উত্তর ২৪ পরগনা : পুলিশি অভিযানে পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নইম আলি ওরফে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্টেন গান, নাইট্রো-অ্যামুনেশন কার্তুজ। অভিযুক্ত তৃণমূল কর্মী নইমকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করানো হবে।

বাড়িতে যেন অস্ত্রের খনি! কাউন্সিলর ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই অস্ত্র। সেনাবাহিনীর নানা অস্ত্র ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে পাওয়া যায়।

সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কামারহাটি ও খড়দা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করা হয়। খড়দহ থানা এলাকার মৌলনা সেলিম রোডে নইমের বাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র। এগুলোর মধ্যে আছে— ১. ৪টি দেশি পাইপগান

২. ৪ রাউন্ড ৮ মিমি তাজা গুলি

৩. ৫ রাউন্ড ৩৮ টি তাজা গুলি

৪. ৩ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গুলি

৫. ১ রাউন্ড ৩১৮ নাইট্রো তাজা গুলি

তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্রের এহেন ভাণ্ডারের হদিশ মেলায় শোরগোল পড়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =