অণ্ডাল বিমানবন্দরে অবতরণ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পৌঁছলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। পুলিশি কুকুর দিয়েও চলছে নজরদারি শুরু হয়েছে নাকা চেকিং।
সূত্রের খবর, শুক্রবার সকাল ৮:১৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে বিশেষ বিমানে সকাল ১০:১৫ মিনিটে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে যাবেন। সেখান থেকে ফের বায়ুসেনার হেলিকপ্টারে করেই হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।
সেখানে জনসভা শেষ করে আবার বায়ুসেনার হেলিকপ্টারে করেই রাজভবনে পৌঁছবেন। সেখানেই শুক্রবার রাত্রিযাপন করবেন। শনিবার সেখান থেকে কৃষ্ণনগরের জনসভায় যোগ দেবেন। সেখানে জনসভা শেষের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + one =